Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, রংপুর-এর আওতাধীন অফিস সমূহ নিম্নের কার্যাবলী পরিচালনা করেঃ- ১। মূল্য সংযোজন কর (মূসক) আরোপযোগ্য প্রতিষ্ঠানকে নিবন্ধিত করা; ২। মূসক আহরণ করা; ৩। মূল্য সংযোন কর, ১৯৯১ ও দি কাস্টম এ্যক্ট, ১৯৬৯ এবং এর আওতায় প্রণীত বিধি বাস্তবায়ন করা; ৪। মূসক সংক্রান্ত নীতি ও আইন প্রণয়নে জাতীয় রাজস্ব বোর্ডকে সহায়তা করা; ৫। করদাতাদের কর প্রদানে উৎসাহিত করা; ৬। কর সংক্রান্ত তথ্য সংগ্রহ ও গোযেন্দা কার্যক্রম পরিচালনা করা; ৭। কর ফাঁকি ও চোরাচালান প্রতিরোধ করা; ৮। দেশীয় শিণ্পের সংরক্ষণ ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরী করা; 9| আটক ও বাজেয়াপ্তকৃত পণ্য সংরক্ষণ ও নিলাম করা; ১0। গবাদী পশুসহ বিবিধ পণ্য নিলাম ও শুল্ক আদায় করা; কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, রংপুর-এর অধীনস্থ অফিসসমূহের ঠিকানা ও ফোন নম্বরঃ- ক্রঃ বিভাগ সার্কেল আওতা ১ কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, রংপুর। সেন্ট্রাল রোড়, রংপুর। ফোন- ০৫২১ ৬২৬৩৪ cevrandiv@yahoo.com কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট সার্কেল, কোতয়ালী, রংপুর। বাড়ী-৯৮, সেন্ট্রাল রোড়, রংপুর। ফোন- ০৫২১ ৬৩৪১০। ক) মেডিকেল মোড় থেকে বাংলাদেশ ব্যাংক মোড় হয়ে ডিসি মোড় পযর্র্ন্ত রাস্তার দক্ষিণ পার্শ্ব; খ) ডিসি মোড় থেকে কাচারী বাজার হয়ে পুলিশ লাইন মোড় পযর্ন্ত রাস্তার দক্ষিণ পার্শ্ব; গ) পুলিশ লাইন থেকে ২নং ট্রাফিক সিগ্ল্যাল হয়ে বেতপট্টি পশ্চিম পার্শ্ব; ঘ) বেতপট্টি মোড় থেকে জাহাজ কোম্পানীর মোড় হয়ে মাহিগঞ্জ সাতমাথা মোড় পর্যন্ত রাস্তার দক্ষিণ পার্শ্ব; ২ কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট সার্কেল, হারাগাছ, রংপুর। বাড়ী-৯৮, সেন্ট্রাল রোড়, রংপুর। ফোন- ০৫২১ ৬৩৯৭৩। ক) মাহীগঞ্জ সাতমাথা মোড় থেকে জাহাজ কোম্পানী মোড় হয়ে বেতপট্টি মোড় পর্যন্ত রাস্তার উত্তর পার্শ্বে; খ) বেতপট্টি মোড় থেকে ২নং ট্রাফিক মোড় হয়ে পুলিশ লাইন পর্যন্ত রাস্তার পূর্ব পার্শ্ব; গ) পুলিশ লাইন থেকে কাচারী বাজার হয়ে ডিসি মোড় পর্যন্ত রাস্তার উত্তর পার্শ্ব; ঘ) ডিসি মোড় থেকে উত্তর-পশ্চিমে বাংলাদেশ ব্যাংক হয়ে মেডিকেল মোড় পর্যন্ত রাস্তার উত্তর পার্শ্ব; ঙ) কাউনিয়া উপজেলা ও পীরগাছা উপজেলার সমগ্র প্রশাসনিক এলাকা; ৩ কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট সার্কেল, মিঠাপুকুর, রংপুর। নবসৃষ্ট (অদ্যাবধি অফিস ভাড়া নেয়া হয়নি)। ক) মিঠাপুকুর উপজেলা ও পীরগঞ্জ উপজেলার সমগ্র প্রশাসনিক এলাকা; ৪ কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট সার্কেল, বদরগঞ্জ, রংপুর। নবসৃষ্ট (অদ্যাবধি অফিস ভাড়া নেয়া হয়নি)। ক) বদরগঞ্জ উপজেলা ও তারাগঞ্জ উপজেলার সমগ্র প্রশাসনিক এলাকা; খ) ভিন্নজগৎ, ডায়মন্ড পার্টিকেল বোর্ড ও সি ও বাজার; এছাড়া আটক ও বাজেয়াপ্তকৃত পণ্য সংরক্ষণ এবং নিলামের জন্য এ দপ্তরের আওতাভুক্ত ১টি শুল্ক গুদাম রয়েছে। ৭। গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ - কোন প্রকণ্প চালু নেই।